মোঃ কামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে অপারেশন ডেভিল হান্ট এর আওতায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিজান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুমকি গ্রামের মৃত্যু আঃ মান্নান খান এর পুত্র মোহাম্মদ আলী খান (৫৪), মুজিবর মৃর্ধার ছেলে পবিপ্রবি ছাত্রলীগের সহ সভাপতি মোঃ মশিউর রহমান বাবু, ও আঙ্গারিয়া ইউনিয়নের মফেজ জোমাদ্দার এর ছেলে আবু জাফর মৃর্ধা।
দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন দুমকি থানায় দায়েরকৃত বিএনপি অফিস ভাংচুর ঘটনায় তিন জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।