BMBF News

আইসোলেশনে রেখে টাইগারদের কোভিড পরীক্ষার সিদ্ধান্ত বিসিবি’র

খেলাধুলা ডেস্ক:
জাতীয় দলের ফুটবলারদের করোনা আক্রান্তের খবর দেশের গোটা ক্রীড়াঙ্গনকে গভীর ভাবনায় ফেলে দিয়েছে। কাতার বিশ্বকাপ ও এশিয়া কাপের এশিয়া অঞ্চলের দ্বিতীয় ধাপের বাছাইপর্বের ক্যাম্পের প্রস্তুতি ক্যাম্পে ডাকা ২৪ ক্রিকেটারের মধ্যে ১৮ জনই করোনা পজিটিভ!

এমতাবস্থায় প্রশ্নের উদ্বেগ হতেই পারে তাহলে ক্রিকেটারদের অবস্থা কি? সেই প্রশ্নের উত্তরে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বললেন, জাতীয় দলের অনুশীলন ক্যাম্প চ‚ড়ান্ত হলে ক্রিকেটারদের প্রথমে আইসোলেশনে রাখা হবে। এরপর পরীক্ষা করিয়ে তাদের ক্যাম্পে যোগদানের অনুমতি দেওয়া হবে। সোমবার বিসিবি’র হোয়াটসঅ্যাপ-এ পাঠানো ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

সুজন জানালেন, ‘যখনই আমরা ক্যাম্পের বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নিব, তাদেরকে আইসোলেশনে রেখে করোনা টেস্টটা করাব। তারপরেই তাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’ সুজনের ভাষ্যমতে এটা স্পষ্ট যে অনুশীলন ক্যাম্প শুরুর আগে কোনো ক্রিকেটারের শরীরেই করোনা পরীক্ষা করবে না বিসিবি। তাছাড়া ক্রিকেটারদের শরীরের উপস্থিতি নিয়ে বিসিবি’র ভাবনার খুব একটা কারণও নেই।

কেননা গেল জুনে ক্রিকেটারদের শরীরে করোনার উপস্থিতি আছে কিনা তা জানতে ‘কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ’ নামক একটি অ্যাপ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে অনুশীলন ক্যাম্প শুরুর আগে অবশ্যই জাতীয় দলের প্রতিটি সদস্যকে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সবকিছু ঠিক থাকল আসন্ন শ্রীলঙ্কা সফর কে সামনে রেখে আয়োজিত ট্রেনিং ক্যাম্পেই সেটা দেখা যাবে।

Leave A Reply

Your email address will not be published.