BMBF News

আদম ব্যবসায়ী সোলেমানের হাতে টাকা দিয়ে বিদেশগামী দিশেহারা সাধারণ মানুষ

৫৬
নিজস্ব প্রতিবেদক :

সুমাইয়া টুরস এন্ড ট্রাভেল এর মালিক মোঃ সোলায়মান বিশ্বের বিভিন্ন দেশে পাঠানর কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে এখন লাপাত্তা।

এক বছর আগে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষকে পুঁজি করে তাদেরকে বিদেশে পাঠাবার লোভ দেখিয়ে প্রায় একশো জনার কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে বিদেশে না পাঠিয়ে ৫৫ পুরানা পল্টন আজাদ সেন্টারের অফিস বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে।

আদম ব্যবসায়ী সোলেমানকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এজন্য ভুক্তভোগীরা পল্টন থানা একটি লিখিত অভিযোগ করেন তাতেও কোন উপকার হয়নি বলে জানিয়েছেন তাই।

তাই ২৬শে এপ্রিল দুপুরে ভুক্তভোগীরা জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করে সাংবাদিকদের এ কথা দানা ।

দ্রুত সোলেমান কে আইনের আওতায় এনে তার কাছ থেকে টাকা ফেরতের দাবি করেন তারা।