BMBF News

আফজাল হোসেন পুনরায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হ‌ওয়ায় দুমকিতে আওয়ামীলীগের আনন্দ মিছিল

৪৮
জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ

 

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটিতে এ্যাডভোকেট আফজাল হোসেন পুনরায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় দুমকিতে আওয়ামীলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল বের করে।
সোমবার বিকেল সাড়ে চারটায় থানাব্রীজস্হ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্হানে এসে শেষ হয়।

 

পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, দুমকি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার। দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান মাষ্টার, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী মৃধা, হুমায়ূন কবির মৃধা, মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস প্রমূখ। এসময় আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.