BMBF News

আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘরের মাঠে ফিরে ওয়ানডেতে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারী দল। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ড নারী দলকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়েছে টাইগ্রেসরা। এটি বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ড ২৮.৫ ওভারে মাত্র ৯৮ রানে অলআউট হয়।

শারমিন সুপ্তার ৯৬ রানের অসাধারণ ইনিংস বাংলাদেশকে বড় স্কোর গড়তে সাহায্য করে। ১৪টি বাউন্ডারিতে সাজানো তার ৮৯ বলের ইনিংসটি সেঞ্চুরির খুব কাছে গিয়েও থেমে যায়। ফারজানা হক করেন ৬১ রান, আর মুর্শিদা খাতুন যোগ করেন ৩৮ রান। শেষ দিকে স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন ১৩ রানে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল আইরিশ দল। মারুফা আক্তারের জোড়া আঘাতে তাদের স্কোর দাঁড়ায় ১০ রানে ২ উইকেট। ইনিংসে সর্বোচ্চ ২৫ রান করেন সারা ফোর্বস। এছাড়া লরা ডেনালি করেন ২২ রান।

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ছিলেন বোলিং নায়ক, ২৩ রানে ৩ উইকেট শিকার করেন। মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

১৫৪ রানের বড় ব্যবধানে জয় শুধু আত্মবিশ্বাসই বাড়ায়নি, বরং ওয়ানডে ইতিহাসে নতুন একটি অধ্যায় যোগ করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।