BMBF News

আ.লীগ নতুন কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের অংশগ্রহণ

২৯
নিজস্ব প্রতিবেদক :

 

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ  আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের  কেন্দ্রীয় নেতারদের সাথে সংহতি জানিয়ে  অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী সভাপতি  লায়ন মোঃদেলোয়ার হোসেন।

রোববার (১ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরের সব সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।

 

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৩ অক্টোবর সাভারের আমিন বাজারে শান্তি ও উন্নয়ন মহাসমাবেশ, ৭ অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন, ১০ অক্টোবর পদ্মা সেতুর রেলসেতুর রেল চলাচল উদ্বোধন ও মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন এবং ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ সুধী সমাবেশ করবে।