BMBF News

ইসিকে সরকারের ৯ দফা সতর্কতা

সরকারি কোনো অনুষ্ঠানে যোগদান নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) ৯টি নির্দেশনা দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলস উর রহমান সম্প্রতি ইসি সচিব শফিউল আজমের কাছে পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দিয়েছেন।

চিঠিতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকারি কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। মাঠ পর্যায়ের কিছু কর্মকাণ্ডের কারণে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ইসি কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারের নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো: অনুষ্ঠান আয়োজকদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে আমন্ত্রণ গ্রহণ করা; আমন্ত্রিত অন্য অতিথিদের সম্পর্কে খোঁজ নিয়ে বিতর্কিত কেউ থাকলে অনুষ্ঠান এড়িয়ে চলা; অনুষ্ঠানের যেকোনো উপকরণে আপত্তিকর বা বিতর্কিত কিছু আছে কিনা তা পরীক্ষা করা; নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া; সরকার কর্তৃক বাতিলকৃত দিবসগুলো পালন না করা ও পূর্ববর্তী স্মারক অপসারণ; এছাড়া, লিখিত বক্তব্য প্রস্তুত করে পাঠ করা এবং যেকোনো গুজব থেকে দূরে থাকার নির্দেশনাও দেয়া হয়েছে।

চিঠি পাওয়ার পর ইসি সচিব শফিউল আজম যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত সচিবকে নির্দেশনা দিয়েছেন।