BMBF News

উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতাল ফিরলেন আহতরা

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে বিক্ষোভরত আহতরা শেষ পর্যন্ত সরকারের উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালের ভেতরে ফিরেছেন। বুধবার (১৩ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ বিক্ষোভ প্রায় সাড়ে ১৩ ঘণ্টা স্থায়ী হয়।

রাত আড়াইটার দিকে আহতদের শান্ত করতে ঘটনাস্থলে ছুটে যান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বাস্থ্য বিষয়ক সহকারী মো. সায়েদুর রহমান। তারা আহতদের দাবিগুলো পূরণের প্রতিশ্রুতি দেন এবং বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আলোচনা সভার আয়োজনের ঘোষণা করেন।

আশ্বাস পেয়ে আহতরা হাসপাতালে ফিরতে সম্মত হন। এরপর উপদেষ্টারা তাদের নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন এবং সেখানে অন্য রোগীদের সঙ্গেও দেখা করেন। রাত সোয়া ৪টার দিকে উপদেষ্টারা হাসপাতাল ত্যাগ করেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধও আহতদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তাদের অনুরোধে সাড়া না দিয়ে আহতরা উপদেষ্টাদের উপস্থিতির দাবি জানান।

উল্লেখ্য, বুধবার সকালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম হাসপাতাল পরিদর্শনে গেলে কিছু আহত রোগী তার বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ করেন। তারা দাবি করেন, উপদেষ্টা সবার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিলেন।

শেষমেশ চার উপদেষ্টার আশ্বাসে আহতরা বিক্ষোভ ছেড়ে হাসপাতালে ফেরেন এবং তাদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে সরকার থেকে একটি নির্দিষ্ট রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি পান।