BMBF News

এক মেয়ের সঙ্গে দুইজনের প্রেম দ্বন্দ্বে ছুরিকাঘাতে তরুণ খুন

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মো. সৈকত (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। নিহত সৈকত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাওরাখালি গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। সৈকত স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কোয়ালিটি বিভাগের কর্মী হিসেবে কাজ করতেন এবং ভাংনাহাটি গ্রামে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের চাচা শাহাদাত হোসেন বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে তার রুমমেট ফোন করে জানায় যে সৈকত ফোন রিসিভ করছে না। পরে খোঁজ নিতে গিয়ে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘এক মেয়ের সঙ্গে দুজনের প্রেমের সম্পর্ক ছিল। সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে সৈকত খুন হয়েছেন। তবে তদন্তের স্বার্থে আমরা সাবেক প্রেমিক এবং ওই মেয়ের পরিচয় প্রকাশ করছি না।’

পুলিশের ধারণা, প্রেমের দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। সাবেক প্রেমিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।