BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

এলজিইডি প্রকৌশলীরা সবকিছুইতেই দক্ষতা ও পেশাদারিত্ব প্রমান রাখে আক্তার হোসেন

নিজস্ব প্রতিবেদক :

 

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সরকারের অবকাঠামো উন্নয়ন ও নির্মানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এলজিইডি প্রকৌশলীরা শুধু যে পেশায় সফল তা নয়, সৃজনশীল কাজেও দক্ষ। এই খেলার সুচারু আয়োজনই তা প্রকাশ পাচ্ছে৷ এককথায় বলতেই হয়, এলজিইডি প্রকৌশলীরা সবকিছুইতেই দক্ষতা ও পেশাদারিত্ব প্রমান রাখে।

শনিবার কলাবাগান ক্রীড়াচক্র মাঠে এলজিইডি প্রিমিয়ার লিগ-২০২৪ আয়োজনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এলজিইডির প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন এই সব কথা বলেন।

এলজিইডির প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন বলেন, পেশাদারিত্ব অনুশীলন ও সুদক্ষতার প্রমানের জন্য এই ধরনের আয়োজন সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে এই আয়োজন ভূমিকা রাখবে।

প্রকৌশলী আলী আক্তার হোসেন আরও বলেন, প্রতিযোগিতাপূর্ণ কিন্ত পারস্পরিক শ্রদ্ধাবোধময় এই আয়োজন ভবিষ্যতে ও অব্যাহত থাকবে। এই খেলায় সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।

উল্লেখ, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ১২ টি দল নিয়ে শুরু হয় এই এলজিইডি প্রিমিয়ার লিগ-২০২৪।
ফাইনালে মাইটি স্ট্রাইকার্স টসে জিতে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয়৷ নির্ধারিত ২০ ওভার খেলে ১৫০ রান সংগ্রহ করে মাইটি স্ট্রাইকার্স। পরে ১৫১ রানকে তাড়া করে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স। পরে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলেন এলজিইডির প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন

পুরস্কার প্রদান অনুষ্ঠানে এলজিইডির প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিউল আরেফিন টুটুল, এলজিইডি প্রিমিয়ার লিগের সমন্বয়ক প্রকৌশলী শরিফুল ইসলাম রানাসহ এলজিইডির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -