জাতীয় নির্বাচন ও রমজান বিবেচনায় নিয়ে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময় এগিয়ে এনেছে বাংলা একাডেমি। সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের ১৭ই ডিসেম্বর থেকে শুরু হবে বইমেলা, চলবে এক মাস।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আজম বলেন, “প্রকাশক ও সংশ্লিষ্টদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বাস্তবতা ও রমজান বিবেচনায় নিয়ে মেলা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে আমাদের একটি মধ্যপন্থা নিতে হয়েছে।”
বাংলাদেশে অমর একুশে বইমেলা সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হয়ে চলে মাসব্যাপী। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণের পাশাপাশি একুশে পদকও প্রদান করা হয় বইমেলার আয়োজনকে ঘিরে।
এর আগে করোনা মহামারির সময় বইমেলার সময় পরিবর্তিত হতে দেখা গিয়েছিল। সেবার মার্চ-এপ্রিলে মেলা অনুষ্ঠিত হয়।