ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় আরও ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ২০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা লক্ষাধিক বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুক্রবার (২০ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৭৭ জন নিহত এবং ১৭৪ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন, যাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ৪৫ হাজার ২০৬ জন নিহত এবং ১ লাখ ৭ হাজার ৫১২ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ১০ হাজার লোক নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধের তীব্র সংকটে বাসিন্দারা চরম খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে। এতে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়েছে।
ইসরায়েলের এই আক্রমণে গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান এবং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।