BMBF News

গাজায় একদিনে আরও ৩৩ প্রাণহানি, মোট নিহত প্রায় ৪৪ হাজার ৩০০

ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত মঙ্গলবার মাত্র ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৩৩ জন। একই সময়ে আহত হয়েছেন ১৩৪ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ২৮২ জনে। আহত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮০ জন। মন্ত্রণালয়ের দাবি, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং উদ্ধার কার্যক্রম চালাতে পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল নেই।

২০২৩ সালে হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে অতর্কিত হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা করে এবং ২৪২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এরপর থেকেই ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান শুরু করে, যা এখনও অব্যাহত।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বেশ কয়েকবার ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত এ অভিযান বন্ধ হবে না। গাজায় প্রতিদিন বাড়তে থাকা হতাহতের সংখ্যা এবং চলমান সংঘাত মানবিক বিপর্যয়ের মাত্রাকে আরও গভীর করছে।