কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০-এর এক্স ব্লকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন আহাম্মদ হোসেন (৬৫), তাঁর ছেলে সৈয়দুল আমিন (২৮) এবং মেয়ে আসমা বেগম (১৫)।
উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন জানান, উখিয়ার লাল পাহাড় সংলগ্ন ক্যাম্প-২০ এর ব্লক-এস/৪, বি/৬-এ ১৫-২০ জন অজ্ঞাত দুর্বৃত্ত ঘরে ঢুকে এই তিনজনকে গুলি করে হত্যা করে। গুলিবিদ্ধ হওয়ার পর আহাম্মদ হোসেন ও সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান, কিন্তু আসমা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই এই নৃশংস হামলার শিকার হয়েছেন তাঁরা। হামলার পর দুর্বৃত্তরা লাল পাহাড়ের এস/৪, বি/৭ ব্লকে পালিয়ে যায়।
ওসি আরও জানান, এপিবিএন পুলিশের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই হত্যাকাণ্ডের পর ক্যাম্পে আতঙ্ক বিরাজ করছে। কমিউনিটির লোকজন হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না, তবে পুলিশ ঘটনার রহস্য বের করার চেষ্টা করছে।