BMBF News

চাঁদা দাবি’র অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৫৫

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:
চাঁদাদাবি’র  অভিযোগে অভিযুক্ত করে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ সাহাদাত হোসেন। শুক্রবার রাত ৯টায় প্রেসক্লাব দুমকিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ সাহাদাত হোসেনবলেন, গত ২৭ ডিসেম্বর  বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত ” নববর্ষ উপলক্ষ্যে  দুমকিতে বিএনপি’র নামে চাদা দাবি’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা মিথ্যা,  বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। চাঁদা দাবির অভিযোগে পত্রিকায় যাঁদের নাম এসেছে তারা প্রত্যেকেই জাতীয়তাবাদী শক্তির রাজপথের পরীক্ষিত ত্যাগী কর্মী। বিগত আওয়ামী দুঃশাসনে এরা নির্যাতিত নিপীড়িত,। রাজপথে টিকে থাকতে বহুবার হামলার শিকার হয়েছেন। প্রত্যেকের নামে একাধিক মিথ্যা মামলা রয়েছে।  লিখিত বক্তব্যে আরও বলেন আয়োজনকারী কিম্বা দাওয়াতকারী কারো নাম নেই এমন একটি চিঠির সন্ধান আমরা পেয়েছি, কে বা কাহারা এই চিঠি ছাপিয়েছে তা আমাদের জ্ঞাত নহে।পত্রিকায় যাদের নাম এসেছে আমরা কেহ এমন কোন চাঁদা কাহারো নিকট দাবী করি নাই। আমরা মনেকরি জাতীয়তাবাদী দলের ঐক্যবদ্ধ শক্তিকে দূর্বল করার এক অশুভ ষড়যন্ত্র। তাই তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে জেলা বিএনপি’র প্রতি আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন  ঢাকা মহানগর উত্তর   বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের আহবায়ক কমিটির সদস্য, বিএফডিসি জাতীয়তাবাদী এ্যামপ্লেয়েজ এর সাধারন সম্পাদক, দুমকি উপজেলা বিএনপির সদস্য জিএম সাহজাদা, দুমকি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম মৃধা।

এ বিষয় উপজেলা বিএনপি’র সভাপতি খলিলুর রহমান বলেন সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে দুমকি উপজেলা বিএনপি প্রাথমিক তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার শুপারিশ সহ রিপোর্ট জেলা বিএনপির নিকট প্রেরন করেছি।