BMBF News

ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন বার্তা

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) ট্রাম্পকে পাঠানো শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস তাঁর বিজয়ে আনন্দ প্রকাশ করেন।

শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস বলেন, “বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনার এই বিজয়ে আন্তরিক অভিনন্দন। দ্বিতীয় মেয়াদে আপনার নেতৃত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং আপনার পূর্ববর্তী মেয়াদে এই সম্পর্ক আরও গভীর হয়েছিল। ভবিষ্যতে অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী। নতুন অংশীদারত্বের পথ খুঁজে পেতে আমাদের দুই দেশের মাঝে অসীম সম্ভাবনা রয়েছে।”

ড. ইউনূস তাঁর বার্তায় শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ট্রাম্পের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “বাংলাদেশের সরকার ও জনগণ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের প্রচেষ্টায় অংশীদার হতে প্রস্তুত।”

তিনি ট্রাম্পের সাফল্যের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “নেতৃত্বের এই গুরুত্বপূর্ণ যাত্রায় আপনার সাফল্যের জন্য শুভকামনা রইল।”