BMBF News

তওহীদভিত্তিক রাষ্ট্রই সংকট সমাধানের পথ: নরসিংদীতে হেযবুত তওহীদের ইমাম

নরসিংদীতে হেযবুত তওহীদের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) শহরের শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে ‘চলমান সংকট নিরসনে তওহীদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই’ -এই বার্তা তুলে ধরা হয়। নরসিংদী জেলা হেযবুত তওহীদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের শীর্ষ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “স্রষ্টাকে বাদ দিয়ে মানবসৃষ্ট জীবনব্যবস্থা অনুসরণ করাই বর্তমান সব সংকটের মূল কারণ। আমরা আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করে মানুষের তৈরি বিধানকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি, যার পরিণাম আজ স্পষ্ট।”

তিনি বাংলাদেশের সংবিধানের উদাহরণ টেনে বলেন, “মানুষের তৈরি আইন ত্রুটিপূর্ণ এবং পরিবর্তনশীল, যা সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। সংবিধানের ঘন ঘন সংশোধনীই এর প্রমাণ। এর ফলে সমাজ অবিচার, দুর্নীতি আর নিরাপত্তাহীনতায় নিমজ্জিত হয়েছে।”

এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হিসেবে তিনি বলেন, “মানবরচিত সমস্ত তন্ত্রমন্ত্র ছুঁড়ে ফেলে নিরঙ্কুশভাবে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করতে হবে এবং একটি তওহীদভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে। আল্লাহর বিধানেই মানবতার প্রকৃত মুক্তি।”

মুসলিম উম্মাহর বিভক্তিকে প্রধান দুর্বলতা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, “‘লা ইলাহা ইল্লাল্লাহ’ -এই কালেমার প্রকৃত তাৎপর্য অনুধাবনের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। এর অর্থ কেবল উপাসনায় সীমাবদ্ধ নয়, বরং আল্লাহকে একমাত্র বিধানদাতা ও সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে মেনে নেওয়া।”

তিনি হেযবুত তওহীদের কর্মীদের এক নতুন সভ্যতার অগ্রদূত হিসেবে আখ্যা দিয়ে বলেন, “আপনাদের চরিত্র ও কর্মই হবে ইসলামের বিজ্ঞাপন। ধর্ম বিভেদের নাম নয়, ঐক্যের মূল ভিত্তি -এই সত্যের মশাল হাতে সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।”

নরসিংদী জেলার সাংগঠনিক সম্পাদক মো. গোলজার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, ঢাকা বিভাগীয় সভাপতি মাহবুব আলম মাহফুজ, নরসিংদী জেলা সভাপতি ফারুক মিয়া, নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপণসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা সমাজে ন্যায় ও মানবতার ভিত্তিতে তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এই সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অর্ধশতাধিক ব্যক্তি হেযবুত তওহীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দীন প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করার অঙ্গীকার করেন।