BMBF News

তেল আবিবকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) জেনারেল ইব্রাহিম জব্বারি হুঁশিয়ারি দিয়েছেন, সঠিক সময়ে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ বাস্তবায়িত হলে ইসরায়েল ধ্বংস হবে এবং তেল আবিব ও হাইফা মাটির সঙ্গে মিশে যাবে।

ইরানের এ হুমকির পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, “ইতিহাস থেকে ইহুদিরা শিখেছে, শত্রু যদি বলে তোমাকে নিশ্চিহ্ন করবে, তাহলে সেটাকে বিশ্বাস করো। আমরা প্রস্তুত।”

গত এক সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরানের কর্মকর্তারা একে অপরকে হুমকি দিয়ে আসছেন বলে জানিয়েছে এনডিটিভি।

ইরান গত বছর ‘অপারেশন ট্রু প্রমিজ’ ও ‘অপারেশন ট্রু প্রমিজ টু’ নামে দুটি হামলা চালিয়েছিল ইসরায়েলে। এবার ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ বাস্তবায়নের ঘোষণা দিল আইআরজিসি।

এর আগে আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি ফাদাভি ও আইআরজিসির এরোস্পেস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেও ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দেন।
বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা আরও তীব্র হতে পারে। সম্প্রতি ইরান তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়েছে এবং চীনের কাছ থেকে রকেটের জ্বালানি তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সংগ্রহ করেছে।

এছাড়া, ইরান ‘দক্ষিণের কৌশলগত জলসীমায়’ হামলা চালাতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের নতুন একটি ভূগর্ভস্থ ঘাঁটির ছবি প্রকাশ করেছে।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে চায়, তাহলে এটাই সেরা সময়।

৩০ বছর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-তে কাজ করা বিশ্লেষক কলিন উইনস্টন বলেছেন, ইরান ইতোমধ্যে একাধিক পারমাণবিক বোমা বানাতে সক্ষম এমন ইউরেনিয়াম উৎপাদনের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

তিনি আরও দাবি করেছেন, “ইরানের পারমাণবিক কর্মসূচিতে সামরিক হামলা চালানো এখন সময়ের দাবি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া।”

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থাও অনুমান করছে, ইরান কয়েক সপ্তাহের মধ্যে ক্ষেপণাস্ত্র-মানের ইউরেনিয়াম তৈরি করতে সক্ষম হতে পারে।

এদিকে, ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল চলতি বছরের মাঝামাঝি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে।

জানুয়ারিতে কাতার সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হলে তা অঞ্চলজুড়ে সর্বাত্মক যুদ্ধের সূচনা করবে। এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় ভুল।”

মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে।