BMBF News

৪ দফার দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন ও স্মরলিপি প্রদান

২৪৫
নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের সমস্যা সমাধান এবং বিএনবিসি- ২০২০ এর ধারা-উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মা বিধিমালা-২০০৮ এর সংশোধিত গেজেট প্রকাশসহ ৪ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন ও প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের সমস্যাদি সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড
(বিএনবিসি) এ জনগণকে জিম্মি করে বিতর্কিত ধারা-উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর গেজেট সংশোধিত আকারে প্রকাশসহ ৪ দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ৩১ মে , সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকার সেগুনবাগিচাস্থ মৎস্য ভবন মোড় হতে স্থাপত্য অধিদপ্তর, পূর্ত ভবন, গৃহায়ন ভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মুখে ফুটপাতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ। অবিলম্বে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিকালে অন্যান্য পেশাজীবীদের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১টি স্পেশাল ইনক্রিমেন্ট এবং ডিজাইন ও প্ল্যানিং এ কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলীদেরকে সহকারী প্রকৌশলীদের ন্যায় ৩টি বিশেষ ইনক্রিমেন্ট প্রদান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত সংস্থা ও সরকারি মালিকানাধীন কোম্পানীসমূহে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণসহ সর্বোচ্চ পদ পর্যন্ত পদোন্নতির দ্বার উন্মুক্ত করার দাবি জানান। পলিটেকনিক ইনস্টিটিউট, টিএসসি, এসএসসি (ভোক) এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন টিটিসির শিক্ষক-কর্মচারির শূন্য পদ পূরণসহ শিক্ষক সংকট নিরসন, STEP প্রকল্পের শিক্ষকদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী নিয়মিতকরণ, ৩৪ মাসের বকেয়া বেতন প্রদান, কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা ও বৃত্তির টাকা আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বেসরকারি সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ ও পদবী প্রদানের দাবি জানান।

বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্ভিস রুল অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা পেট্রোবাংলা, ইঞ্জিনিয়ারিং টামকনসেপ্ট অনুযায়ী সকলক্ষেত্রে অর্গানোগ্রাম তৈরী,
মেরিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যোগ্যতা অনুযায়ী সিডিসি প্রদান, টিএসসি শিক্ষকদের এক বেতন স্কেল ও পদ প্রথা বাতিলকরণ, বিজেএম মেসি’র বন্ধ পাটকলের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চাকরি বহাল রাখার দাবি জানান।

নেতৃবৃন্দ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে অসামঞ্জস্যতা সংশোধন, ইঞ্জিনিয়ারের সংজ্ঞা পুনঃনির্ধারণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএনবিসিতে উল্লেখিত ক্যাটাগরি ২ অর্থাৎ ৫ তলা পর্যন্ত ভবনের স্ট্রাকচারাল ডিজাইনের সুযোগ পূর্বের ন্যায় প্রদান, স্থাপত্য নকশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (সিভিল) দের অন্তর্ভুক্ত ১০তলার উপরে কনস্ট্রাকশন সুপারভিশনের অভিজ্ঞতা ডিগ্রি প্রকৌশলীদের ক্ষেত্রে ৮ বছরের পরিবর্তে ৫ বছর এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ২০ বছরের পরিবর্তে ৭ বছর করে বিএনবিসি গেজেট সংশোধনের আহ্বান জানান। কর্মসূচি থেকে অবিলম্বে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ প্রশাসনে কারিগরি পেশাজীবীদের নিয়োগ বন্ধের আহ্বান জানান।

কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক মির্জা এটিএম গোলাম মোস্তফা’র সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ, সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন, মোঃ শাহজাহান কবীর, যুগ্ম সদস্য সচিব সৈয়দ মুন্তাসির হাফিজ, ঢাকা জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, সদস্য সচিব দেওয়ান মোঃ ইলিয়াস সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

কর্মসূচি শেষে সংগ্রাম পরিষদের একটি প্রতিনিধিদল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে প্রেরণের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন। উল্লেখ্য, দেশের প্রতিটি জেলায় সংগ্রাম পরিষদের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালনপূর্বক সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.