BMBF News

দশমিনায় নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি 

 

 

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক মো. শাহবুদ্দিন, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনজিও সমন্বয়ক পিএম রায়হান বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা থানার ওসি (তদন্ত) ইমাম মেহেদী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম খান, এবং সমবায় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুব আলী মৃধা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতির ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায়ের আদর্শ বাস্তবায়িত হলে সমাজে সাম্য ও সমতা প্রতিষ্ঠা সহজতর হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সমবায় কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।