নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর তার প্রথম অগ্রাধিকার হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। শুক্রবার ফ্লোরিডায় ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট’ আয়োজিত একটি অনুষ্ঠানে ট্রাম্প এই প্রতিশ্রুতি দেন।
ট্রাম্প বলেন, “দায়িত্ব গ্রহণের পরই আমি অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করবো।” তবে যুদ্ধ বন্ধে তার পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
অনুষ্ঠানে ট্রাম্প আরও জানান, তার অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং “দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে সাফ” করা। যদিও এসব পরিকল্পনা সম্পর্কেও বিস্তারিত কিছু বলেননি তিনি।
অনুষ্ঠানে ট্রাম্প তার বিজয়কে “বড় অর্জন” হিসেবে উল্লেখ করে উপস্থিত সমর্থকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই, হাউস স্পিকার মাইক জনসন এবং টেসলার মালিক ইলন মাস্ক উপস্থিত ছিলেন। ইলন মাস্কের প্রসঙ্গে ট্রাম্প মজা করে বলেন, “তিনি এই জায়গাটি পছন্দ করেন। আমিও তাকে পেয়ে আনন্দিত।”
ট্রাম্প ঘোষণা করেন, সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ডগ বারগামকে হোম সেক্রেটারি হিসেবে মনোনীত করা হবে। বারগামকে প্রাকৃতিক সম্পদ ও ফেডারেল জমি সংরক্ষণের দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি বিবেক রামাস্বামী ও টালসি গ্যাবার্ডকে সিনিয়র পদে নিয়োগ দেওয়ার কথাও উল্লেখ করেন।
২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। তার আগে ১৭ জানুয়ারি ইলেক্টোরাল কলেজের ভোট অনুষ্ঠিত হবে।
ট্রাম্পের এই প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যুদ্ধবিরতির উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো এখনই কৌতূহলী।