BMBF News

দুমকিতে ইউপি নির্বাচনে নৌকা’র শোডাউন

৫৫
মেহেদী হাসান,দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর দুমকী উপজেলার  শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা’র প্রার্থী আমিনুল ইসলাম ছালাম‌ এর সমর্থনে এক বিশাল শোডাউনের আয়োজন করা হয়।
রবিবার বিকাল ৫টায় উপজেলা আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ ও নৌকা মার্কার প্রার্থী আমিনুল ইসলাম ছালাম এর নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল প্রচারণা শোডাউন শুরু করে পীরতলা বাজার, পবিপ্রবি সড়ক, নতুন বাজার, জনতা কলেজ রোড, উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ শেষে লেবুখালী বাউফল মহাসড়ক হয়ে থানাব্রীজ দলীয় কার্যালয়ের সামনে এসে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম, উপজেলা আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মী সমর্থকদের আগমনে মুখরিত হয়ে ওঠে। উক্ত শোডাউন ও প্রচারণায় উপজেলা আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.