BMBF News

দুমকিতে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

১১০
মেহেদী হাসান,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও সাধারণ ইউপি সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রতীক বরাদ্দ কার্যক্রমে রিটার্নিং অফিসার মোঃ সুমন মিয়া প্রতীক বরাদ্দ পরিচালনা করেন। এসময় লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীগন স্ব:স্ফুর্ত ভাবে আনন্দ মূখর পরিবেশে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রতীক গ্রহণ করেন। অবশ্য কিছু কিছু পদে একাধিক প্রার্থী এক‌ই প্রতীক দাবি করলে রিটার্নিং অফিসার মোঃ সুমন মিয়া লটারির মাধ্যমে তা নিস্পত্তি করেন।

উল্লেখ্য লেবুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৯জন ও সাধারণ ইউপি সদস্য পদে ২৮জন এবং শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৮জন এবং সাধারণ ইউপি সদস্য পদে ২৬জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।