BMBF News

দুমকিতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

পটুয়াখালী জেলার দুমকিতে দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫টায় জেলা প্রতিনিধি ইসরাত লিটন এর সভাপতিত্বে লেবুখালী পায়রা সেতু সংলগ্ন ফুডজোন হোটেল এর সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম, দৈনিক সাথী পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন, দুমকি সরকারী জনতা কলেজ এর সহকারী অধ্যাপক মো. সহিদুল ইসলাম, প্রেসক্লাব দুমকি’র সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি আমির হোসাইন, প্রেসক্লাব দুমকির সাধারন সম্পাদক, দৈনিক আমার দেশ প্রতিনিধি ইঞ্জিনিয়ার কামাল হোসেন, দুমকি প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইদুর রহমান খান প্রমুখ।
পটুয়াখালী জেলা ভ্রাম্যমান প্রতিনিধি আরাফাত হোসেন আরিফ, জেলা অনলাইন প্রতিনিধি রাজিব দেবনাথ বাউফল উপজেলা কালবেলা প্রতিনিধি এম এ বশার, গলাচিপা প্রতিনিধি সাকিব, মির্জাগঞ্জ প্রতিনিধি ইলিয়াস হোসেন সহ দুমকি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনত হয়।