BMBF News

দুমকিতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

মেহেদী হাসান, পটুয়াখালী প্রতিনিধিঃ

 

 

“উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দুমকি’র আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)- ২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪মে) দুপুরে বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ নেছার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি অফিসার দিপংকর চন্দ্র শীল। উপস্থিত ছিলেন সহকারী বিআরডিবি অফিসার (ইরেসপো) হাফিজুর রহমান ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

প্রশিক্ষণ শেষে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে স্যানেটরী ন্যাপকিন,খাতা কলম এবং সুমাইয়া আক্তার বৃষ্টি নামক এক শিক্ষার্থীকে শর্ত পূরণের জন্য সঞ্চয়সহ প্রনোদনার অর্থ বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.