BMBF News

দুমকিতে গাঁজা ও ইয়াবাসহ যুবক আটক 

জাহিদুল ইসলাম দুমকি প্রতিনিধিঃ

 দুমকিতে ৪০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ অরুন কুমার দাস (৩৫) কে আটক করছে দুমকি থানা পুলিশ। বুধবার দুপুর ১২.৩০ মিনিটের সময় তাকে উপজেলার থানাব্রীজ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই ইশতিয়াক আল মামুন, এসআই মনিরুল ইসলাম, এএসআই আরিফের নের্ত্তৃত্ত্বে সংগীয় ফোর্স বুধবার দুপুর ১২.৩০ মিনিটের সময় উপজেলার থানাব্রীজ এলাকায় অরুনকে তল্লাশি চালানোর সময় তিনি দৌড়ে পালানোর চেস্টা করলে তাকে হাতেনাতে ধরে প্যান্টের পকেট থেকে ২পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজা সহ আটক করে। তার বিরুদ্ধে দুমকি থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুমকি থানার মামলা নং ০৭। আটককৃত অরুন শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েরা ৯নং ওয়ার্ডের মৃতু রাজেন্দ্র লাল দাসের ছেলে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।