BMBF News

দুমকিতে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

১০
মেহেদী হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকিতে সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসকও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

 

শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০ টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার নতুন বাজারের সার্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এ সময় জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন, মন্দিরের প্রতিষ্ঠাতা ও পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী পরিতোষ বাবু পলাশ ও সাধারণ সম্পাদক শ্রী অসীম কৃষ্ণ সাহা।
এর আগে জেলা প্রশাসক দুমকি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলিম পারস্পরিক সহবস্থানের থেকে মিলেমিশে যার যার ধর্ম পালন করে থাকে। তিনি দাবি খচলমান দুর্গাপূজা নিরাপদে নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব চন্দ্র সরকার, পটুয়াখালী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার, দুমকি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন মাহমুদ, দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মৃধাসহ উপজেলার বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।