BMBF News

দুমকিতে বিএমজিটিএ এর কমিটি গঠন, আমির হোসেন সভাপতি শহিদুল্লাহ সাধারন সম্পাদক নির্বাচত

 কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে চরগরবদী ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক, মো:আমির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক পদে সালামপুর আমিনিয়া কামিল মাদরাসা প্রভাষক  শহিদুজ্জামান কে নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর)  সকাল ১১টায় স্থানীয় এক প্রেসক্লাবে সংগঠনের সদস্যদের নিয়ে এক আলোচনা সভায় কমিটি গঠন করা হয়।
মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএমজিটিএ এর আহবায়ক মোঃ সাজেদুল ইসলাম (বাহাদুর),  মোঃ আমির হোসেন হাওলাদরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএমজিটিএ এর  সদস্য সচিব মোঃ জসীম উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ পারভেজ, পটুয়াখালী সদর উপজেলা বিএমজিটিএ এর সভাপতি মোঃ অহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন। পাংগাশিয়া কামিল মাদরাসার প্রভাষক মোঃওয়াহিদ সরোয়ার, মোঃ মাহবুব আলম । আপাতত মোট ৪১ সদস্য বিশিষ্ট কমিটি হবে।
উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে ১৩ জনের আংশিক কমিটি ঘোষনা করা হয়।