BMBF News

দুমকিতে ব্যাগ ভর্তি টাকা সহ ভুয়া ডিবি পরিচয়ে গ্রেপ্তার-৪

৩৯
মেহেদী হাসান,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর দুমকিতে ডিবি পুলিশের পোষাক পরিহিত ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে দুমকি পুলিশ। ১ অক্টোবর(রোববার) রাত পৌনে বারোটার দিকে লেবুখালী পায়রা টোলপ্লাজা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন দশমিনা উপজেলার রামবল্লভ গ্রামের প্রয়াত আবুল হাসেম মৃধার ছেলে খলিলুর রহমান(৪৫), পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর এলাকার সোহরাব হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (৩৩), ঠ্যাংগাইল, জৈনকাঠি গ্রামের মৃত্যু শাহাবুদ্দিন সিকদারের ছেলে কাওছার সিকদার(৩৫) ও মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের আউয়াল বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস(৩০) ।

পুলিশ সূত্রে জানাগেছে দুমকী পুলিশের ৩ সদস্যর একটি টহল দল নিয়মিত চেকপোস্টে চেক করার সময় পটুয়াখালীর উদ্দেশ্যে আসা একটি সাদা মাইক্রো বাস (ঢাকা মেট্রো চ -১৩-৯০৬৬) পায়রা সেতুর টোল প্লাজায় পৌছলে তাদের গতিরোধ করলে ডিবি পুলিশ পরিচয় দেন তাঁরা। টহল পুলিশের সন্দেহ হলে তাঁদেরকে গাড়ি থেকে নামতে বলেন। এরপর তল্লাশি করতেই একটি ব্যাগে বিপুল পরিমাণ টাকা দেখতে পান পুলিশ। কথা কাটাকাটির এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা দৌড় দিলে পুলিশও পিছনে দৌড়ে ৪ জনকে ধরে ফেললেও বাকি ২ জন পালিয়ে যেতে সক্ষম হন। এতে আলমগীর নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। ডাকাতদের কাছ থেকে ৪ লক্ষ ৬১ হাজার টাকা, ডিবি পুলিশের ২ টি কটি,একটি ওকিটকি ও ঢাকা মেট্রো চ- ১৩-৯০৬৬ নম্বরের একটি মাইক্রো বাস জব্দ করা হয়েছে। খবর পেয়ে রাতেই দুমকী – বাউফলের দায়িত্বপ্রাপ্ত সার্কেল এসপি সাহেদ আহম্মেদ চৌধুরী ঘটনাস্থলে এসেছেন।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং একাধিক মামলার আসামি । তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।