BMBF News

দুমকিতে ব্রিজের বেহাল দশা—জনচলাচলে চরম ভোগান্তি

১৬
মেহেদী হাসান, প্রতিনিধি (পটুয়াখালী) :

পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের জেলেপাড়া খালের উপর নির্মিত ব্রীজটি সংস্কার অথবা পুনঃনির্মাণের অভাবে দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জালিয়াপাড়া খালের দু’পাড়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ শিক্ষার্থীদের যাতায়াতে দীর্ঘদিন যাবৎ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, মধ্য জলিশার জালিয়া পাড়া খালের পশ্চিম পাড়ে ৮নং ওয়ার্ড ও পূর্ব পাড়ে ৯নং ওয়ার্ডের অবস্থান। দাস বাড়ি নামকস্থানে দীর্ঘ ২০ বছর পূর্বে নির্মিত ব্রীজটি অতি পুরাতন হয়ে সিমেন্টের স্লাব ভেঙে যবুথবু হয়ে পড়ে আছে। দু’পাড়ের জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে যোগাযোগের একমাত্র মাধ্যম এ ব্রীজ দিয়ে চলাচল করছে। এছাড়াও দু’পাড়ে অবস্থিত দাস পাড়া, জলিশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব জলিশা হাজী রজব আলী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, জলিশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, জলিশা শামীমিয়া দাখিল মাদ্রাসা, জলিশা মাধ্যমিক বিদ্যালয়, কদমতলা কলেজ, জলিশা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল সহ পার্শ্ববর্তী আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়।
ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র দাস বলেন, এই ভাঙ্গা ব্রীজটি দিয়ে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন স্কুল মাদ্রাসায় যেতে হচ্ছে। দু’পাড়ের রাস্তাও দীর্ঘদিন যাবৎ মেরামতের অভাবে ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। আমি আপনাদের লেখনীর মাধ্যমে ব্রীজটি অতি তাড়াতাড়ি সংস্কার অথবা পুনঃনির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এব্যাপারে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা জানান, ইতিমধ্যে ব্রীজটি সংস্কারের জন্য এডিবি’র আর্থিক সহায়তায় একলক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যাহা দুমকী এলজিইডি কার্যালয়ের টেন্ডারের কার্যক্রম চলমান রয়েছে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ সাদ জগলুল ফারুক সংবাদ’কে বলেন, অচিরেই টেন্ডার কার্যক্রম শেষ করে কাজ করা হবে।