দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী জেলার দুমকিতে লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসঋএসসি ২০২৬ এ পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটেরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান আশরাফ এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ।
সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, দুমকি সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল নেতা ঈসা শরীফ অভিভাবক আয়েশা সিদ্দিকা প্রমূখ।
প্রকৌশলী কামাল হোসেন অভিভাবকদের উদ্দেশ্য বলেন আপনার সন্তান কে এপ্লাস পাওয়ার জন্য যতটুকু চেষ্টা করবেন তার চাইতে ভালো মানুষ হওয়ার দিকে বেশী নজর দিবেন। আপনার সন্তান কার কার সাথে মিশে, তার বন্ধু কারা সে দিকেও খেয়াল রাখবেন, কখনই যেন মাদকাসক্তদের খপ্পরে না পরে। সবচাইতে সর্বনাশার হলো শিশু সন্তানদের হাতে খেলনা হিসাবে মোবাইল দেখানো, তিনি অভিভাবকদের সতর্ক করে বলেন আপনি আপনার শিশু সন্তানকে মোবাইল দেখালেন না যেনো ওর ভালো ভবিষ্যৎকে কবর দিলেন।
এছাড়াও সিনিয়র শিক্ষক আলাউদ্দিন, সহকারী শিক্ষক মোঃ আবু ঈসা, মাও. মোঃ মাসুম বিল্লাহ্ সাংবাদিক মিজানুর রহমান সহ প্রায় অর্ধশত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।