BMBF News

দুমকিতে ষড়যন্ত্রমূলক মামলার বিরুদ্ধে উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ

 

 ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট, মিথ্যা হয়রানি ও ষড়যন্ত্র মূলক মামলার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ দুমকি উপজেলা শাখার সংবাদ সম্মেলন করেন।

১৬ই জানুয়ারি বিকেলে দুমকি উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম প্রিন্স। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩০শে ডিসেম্বর রোজ শুক্রবার আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেতার পছন্দের ফল পেয়ারা ক্রয়ের উদ্দেশ্যে জয় বাংলা চত্বরে যাওয়ার সাথে সাথে আবু নাছের মোঃ শফিউল্লাহ অভি কোন কিছু বোঝার পূর্বেই আমার উপর অতর্কিত হামলা চালায়। যাহা পটুয়াখালী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ভিডিও ফুটেজে দৃশ্যমান। উক্ত হামলায় আমি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে আমার অবস্থা আসংখ্যজনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে দুদিন চিকিৎসা শেষে শরীরের অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।কয়েকদিন চিকিৎসা শেষে শারীরিকভাবে সুস্থ হয়ে এলাকায় ফিরে এসে জানতে পারলাম আমার সাথে থাকা শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাব্বিকুল ইসলামকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে।
আমাদের লাঞ্ছিত করার পরও আবু নাছের মোঃ শফিউল্লাহর মাতা মোসাঃ নাসিমা বেগম উল্টো গত ২রা জানুয়ারী২০২৩ইং তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পটুয়াখালীতে একটি মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দুমকি উপজেলা শাখার ভাবমুর্তি নষ্ট করার জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে এ মামলার সুষ্ঠু তদন্তপূর্বক মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন জানাচ্ছি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার সহ উপজেলা ছাত্রলীগ, লেবুখালী, আঙ্গারীয়া, শ্রীরামপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.