BMBF News

দুমকিতে সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মেহেদী হাসান,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুমকি সরকারী জনতা কলেজ ভোটকেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনের সময় কতিপয় দুষ্কৃতকারী কর্তৃক হামলার শিকার হয়েছেন দুমকি প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার দুমকি উপজেলা প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান।

এ ঘটনায় সোমবার দুমকি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফয়জুল হক ও সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল সহ অন্যান্য সদস্যরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

দুমকি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ নাঈম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
উল্লেখ্য রবিবার বিকেল সাড়ে ৩টায় দুমকির সরকারি জনতা কলেজ ভোটকেন্দ্রে জাল ভোট দেয়ার সময় ম্যাজিস্ট্রেটের কাছে ধরা পড়ার ছবি ও ভিডিও ধারণ করার সময় কতিপয় দুষ্কৃতী কর্তৃক হামলার শিকার হন দৈনিক আলোকিত বাংলাদেশের দুমকি উপজেলা প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান। দুমকি প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Leave A Reply

Your email address will not be published.