দুমকিতে সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর মৃত্যুতে দোয়া অনুষ্ঠান
মেহেদী হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশন ও স্কুল – কলেজ শিক্ষক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খান এর মৃত্যুতে তার কর্মস্থল সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা শিক্ষক সমিতি ফেডারেশন এর সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন। দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ রব জোমাদ্দার, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খান, প্রধান শিক্ষক কাজী হারুন অর রশিদ, বাবুল লস্কর, বাবু গৌতম চন্দ্র হাওলাদার ও মোঃ হাবিবুর রহমান প্রমুখ। মরহুমের একমাত্র পুত্র রেদওয়ান খান, ভাই বশির উদ্দিন, জাহিদ খানসহ তার আত্বীয় স্বজন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাওলানা হারুন অর রশিদ।
দোয়া অনুষ্ঠানে বক্তগন আবেগ জড়িত কন্ঠে মরহুমের স্মৃতিচারণ করেন। পরিশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।