BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে সিরাজ উদ্দিন স্মরণ সভা ও দোয়া মাহফিল

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর আঠারোগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসার দাতা প্রতিষ্ঠাতা মরহুম সিরাজ উদ্দিন আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আঠারোগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস)’র উদ্যোগে গতকাল শুক্রাবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সিকদারের সভাপতিত্বে স্মরণ সভায় মরহুম সিরাজ উদ্দিন আহমেদের সুযোগ্য সন্তান এমএম আবদুল হাই (আলমগীর হাই) ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী এমএ মালেক মিয়া, সাবেক শিক্ষক আবদুল মান্নান সিকদার, মাদ্রাসার সুপার আবু সালেহ্, প্রেসক্লাব দুমকি’র সভাপতি হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ার কামাল হোসেন বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মোঃ মিজানুর রহমান সিকদার, মতিউর রহমান লিটন, সফিউল কিবরিয়া সফিক, আবু বক্কর সিদ্দিকি প্রমুখ। স্মরণ সভায় আঠারোগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসার বিভিন্ন শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে সিরাজ উদ্দিন স্মৃতি পদক ও স্কুল ব্যাগ প্রদান করা হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »