BMBF News

দুমকি সাতানী দাখিল মাদ্রাসার শিক্ষা সফর ও কার্য নির্বাহী কমিটির অভিষেক কুয়াকাটায়

৩০
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :

 

 

পটুয়াখালী জেলার দুমকি সাতানী দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা সফর ও কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সমুদ্র সৈকত কুয়াকাটায় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুয়াকাটায় ডিসি পার্কে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার নব নির্বাচিত সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় কার্যনির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ-উজ- জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপু, সাবেক প্রচার সম্পাদক মোঃ সোলাইমান বাদশা, দুমকি উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লালমিয়া, প্রেসক্লাব দুমকির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাকির আলম মিলন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফিরোজ-উজ- জামান বলেন “এখন আর দেশে আওয়ামীলীগ নাই সব বিএনপি হইয়া গেছে, আমি এদের বলি আচুক্কা বিএনপি। এই আচুক্কা বিএনপিই এখন চাদাবাজী, দখলদার সহ নানা অপকর্মের সাথে জড়িত”।

সকাল ৭টায় দুমকি সাতানী দাখিল মাদ্রাসার প্রায় ২ শতাধীক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে তিনটি বাসগাড়ি যোগে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা হয়।