BMBF News

দুমকীতে উপজেলা চেয়ারম্যান ও নবনিযুক্ত ইউএনও’র সাথে সম্মিলিত নাগরিক মঞ্চের শুভেচ্ছা বিনিময়

মেহেদী  (পটুয়াখালী) প্রতিনিধি :

 

পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার ও নবনিযুক্ত

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর সাথে সম্মিলিত নাগরিক মঞ্চের ব্যানারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন, সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক প্রফেসর মোঃ মজিবুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন -অর-রশীদ হাওলাদার। নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্মিলিত নাগরিক মঞ্চের সদস্য সচিব মাওলানা আলমগীর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, ওসি (তদন্ত) মোঃ শফিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাড. এইচ‌এম মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মৃধা প্রমূখ। এসময় উপজেলাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.