BMBF News

দুমকীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গাছের চারা বিতরণ

৩৫
জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ

 

পটুয়াখালীর দুমকীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে ২’শ পরিবারের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করেছে পল্লী সেবা সংঘ।

সোমবার (১৪আগষ্ট) বিকাল ৪টায় পল্লী সেবা সংঘ অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সরকারী জনতা কলেজের অধ্যাপক ও পল্লী সেবা সংঘের সভাপতি শহিদুল ইসলাম। পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হুসাইন আহমদ কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মূ. অলিউর রহমান, শ্রীরামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মৃধা প্রমূখ। সভায় আলোচনা সভা শেষে উপজেলার ২’শ টি পরিবারের মাঝে জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়।