BMBF News

দুমকীতে বিআরডিবির উদ্যোগে কিশোরীদের জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১১
 জাহিদুল ইসলাম, দুমকি প্রতিনিধি:

 

 মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নারীর ক্ষমতায়ন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দুমকী উপজেলা কর্তৃক বাস্তবায়িত, পল্লী দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) প্রকল্পের আওতাধীন কিশোরীদের জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

১৮ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে কিশোরী সংঘের আওতায় বাশবুনিয়া বেগম মেহেরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনা মুলক প্রশিক্ষণ প্রধান শিক্ষক মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীল। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, এম এ কাসেম,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দুমকি।

 

এ সময় উপস্থিত কিশোরদের, সেনিটারি নেপকিন, খাতা, কলম সহ অন্যান্য সামগ্রী বিতরন করা হয়।