পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ডামি নির্বাচন বাতিলসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকীতে কালো পতাকা মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার(৩০ জানু্য়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপির গ্রামীণ ব্যাংক সড়ক কার্যালয় থেকে একটি কালো পতাকা মিছিল শুরু হয়ে নতুন বাজার এলাকা ঘুড়ে পুনরায় একই স্হানে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা বিএনপি’র সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সহ-সভাপতি ফারুক হোসেন হাওলাদার, যুগ্ম সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, মুরাদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি তারিকুল ইসলাম খানসহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা।
উল্লেখ্য গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটে জিতে টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। অন্যদিকে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন বর্জন করেছিল। ভোট বর্জনের পর রাজপথে এটাই বিএনপি নেতা-কর্মীদের প্রথম কর্মসূচি।