BMBF News

দুমকীতে বিপি’র ১৬৭তম জন্ম বার্ষিকী পালিত

১৩
মেহেদী হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকীতে বাংলাদেশ স্কাউটস দুমকী উপজেলার উদ্যোগে রবার্ট ষ্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিল‌ওয়েল এর ১৬৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক বনার্ঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন। উপজেলা স্কাউট লিডার জাহিদুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সস্কাউটস এর সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান। কমিশনার আ: খালেক হাওলাদার, সম্পাদক মোঃ বশিরুল আলম, কাব লিডার মোঃ নুরুল ইসলাম, সহকারী কমিশনার আসলাম হাওলাদার ও আল মাহমুদ সবুজ প্রমুখ।
সমাবেশ শেষে এক বর্নাঢ্য রেলী বের করে উপজেলা পরিষদ মূল গেট থেকে শুরু হয়ে দুমকী নতুন বাজার ও পবিপ্রবি পশ্চিম গেট ঘুরে পুনরায় উপজেলার মাঠে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।
এসময় উপজেলার ৩৩ টি প্রাথমিক বিদ্যালয় ও ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটরা অংশ গ্রহণ করেন।