BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে মৎস্য অভিযানে আটক দুই কিশোর

মেহেদী হাসান,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

দুমকীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে ইলিশ ধরায় মোঃ হাফিজুল ইসলাম(১২) ও মোঃ তাফিকুল ইসলাম রাব্বি(১৪) নামের দু’জনকে আটক করেছে মৎস্য বিভাগ।

আটক মোঃ মোঃ হাফিজুল ইসলাম পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানি এলাকার মো. বজলু মুন্সী’র ছেলে এবং মোঃ তাফিকুল ইসলাম রাব্বি’র ওই এলাকায় নানা বাড়ি। সে খোকন মোল্লা’র ছেলে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলা টাস্কফোর্সের অভিযানে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের হাজীর হাট সংলগ্ন পায়রা নদী থেকে ওই দুই জনকে নৌকা ও জালসহ আটক করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন, আমাদের অভিযান আরো জোরদার করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান বলেন, আটক দুজনই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ১২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অভিযান পরিচালনা করে ৫ জন জেলে, কাঠের ৫ টি ও ইঞ্জিন চালিত ২ টি মাছ ধরার নৌকা ও ৬০ হাজার ৫’শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ১৫ লক্ষ ১২ হাজার ৫’শ টাকা।

 

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »