মোঃ কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ।
দুমকীর বিশিষ্ট্য ব্যাবসায়ী কবির শেখের ১ম মৃত্যু বার্ষিকী আজ। দীর্ঘদিন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত রোগে আক্রান্ত হয়ে গত বছর ০৯ জানুয়ারী এই দিনে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মরহুম শেখ মো: কবির হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে অবসর নিয়ে নিজ এলাকা দুমকী উপজেলার কদমতলা বাজারে ব্যাবসা করতেন।
৯ জানুয়ারী ২০২৪ বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি বিকাল ৪:৪৮ দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দুমকী উপজেলার উওর মুরাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শেখ আতিকের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি ব্যাবসায় নিয়োজিত ছিলেন।পারিবারিক আয়োজন ছাড়াও দুমকী উপজেলা স্ব-মিল মালিক সমিতি তার স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে।