BMBF News

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে প্রস্তুত রয়েছে ব্রিটেন। গাজা সংঘাতে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আইসিসি গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই পরোয়ানা জারি করে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্য দেশীয় এবং আন্তর্জাতিক আইনের প্রতি সবসময় সম্মান দেখায়। তবে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাজ্যে কার্যকর করার ঘটনা আগে ঘটেনি।

হোম সেক্রেটারি ইয়ভেট কুপার এ প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, আইসিসি একটি স্বাধীন প্রতিষ্ঠান। তবে ব্রিটেন আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গাজায় যুদ্ধবিরতির দিকে মনোযোগ দেওয়া উচিত।

লেবার পার্টির এমপি এমিলি থর্নবেরি বলেন, “নেতানিয়াহু যদি ব্রিটেনে আসেন, তবে আইসিসির পরোয়ানা মেনে তাকে গ্রেপ্তার করার বাধ্যবাধকতা রয়েছে।”

নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম এবং নরওয়ে ইতোমধ্যে ঘোষণা করেছে যে তারা আইসিসির পরোয়ানা মেনে চলবে। তবে ফ্রান্সের মতে, পরোয়ানাটি বৈধ হলেও নেতানিয়াহুকে গ্রেপ্তার করা “আইনগতভাবে জটিল” হতে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আইসিসির এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান নেতানিয়াহুকে বুদাপেস্ট সফরের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, আইসিসির পরোয়ানা হাঙ্গেরিতে কোনো প্রভাব ফেলবে না, কারণ এটি একটি ন্যাটো ও ইইউ সদস্য রাষ্ট্র।