BMBF News

পটুয়াখালীতে বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ’র আলোচনা

১১
 দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ ‘র আয়োজনে পটুয়াখালী জেলার নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে কাজী বেলাল হোসেন দুলাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএম শামসুদ্দোহা প্রতিষ্ঠাতা সভাপতি বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ। প্রধান আলোচক ছিলেন আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিপু তালুকদার, সহ-সভাপতি বিবিএসপি। এমএ অন্তর হাওলাদার সহ-সভাপতি বিবিএসপি, আল আমিন আহমেদ সহ-সভাপতি বিবিএসপি, লোকমান হোসেন রাজু যুগ্ম সাধারণ সম্পাদক বিবিএসপি, জহিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক বিবিএসপি, বিএম বেল্লাল সাংগঠনিক সম্পাদক বিবিএসপি ও রুবেল আহমেদ অর্থ সম্পদ বিবিএসপি প্রমূখ। জেলা প্রেসক্লাব পটুয়াখালী’র সভাপতি মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় এসময় বরিশাল বিভাগ ও পটুয়াখালী জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেএম শামসুদ্দোহা বলেন, সাংবাদিকদের মৌলিক অধিকার ও স্বার্থ রক্ষায় বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।