রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
“মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করব না”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় উপজেলার হাজিরহাট লঞ্চঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে সদর ইউনিয়ন বিএনপি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম প্যাদা।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের স্বার্থে ইলিশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। মা ইলিশ রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষকে মা ইলিশ রক্ষায় ভূমিকা রাখতে হবে— তাহলেই টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত হবে।