BMBF News

পটুয়াখালীর দুমকী উপজেলার ৫নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

১০০
জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

চেয়ারম্যান,আলহাজ্ব আজাহার আলী মৃধা (আনারস) প্রাপ্ত ভোট ৭৩৩২টি। নবনির্বাচিত ইউপি সদস্য ১নং ওয়ার্ড, মোঃ নাসির উদ্দিন মৃধা (টিউব ওয়েল) প্রাপ্ত ভোট সংখ্যা ৮৬৮টি।
২নং ওয়ার্ড , মোঃ আঃ জলিল হাং (মোরগ) প্রাপ্ত ভোট সংখ্যা ৬৮৬টি। ৩নং ওয়ার্ড, মোঃ নুরুল আমিন খান ( ফুটবল) প্রাপ্ত ভোট সংখ্যা ৭২০টি। ৪নং ওয়ার্ড ,মোঃ হুমায়ুন কবির মৃধা (তালা) প্রাপ্ত ভোট সংখ্যা ৪৮৬টি। ৫নং ওয়ার্ড, মোঃ জাফর আলী (মোরগ) প্রাপ্ত ভোট সংখ্যা ৪৮৬টি। ৬নং ওয়ার্ড, মোঃ আবুল কালাম (মোরগ) প্রাপ্ত ভোট সংখ্যা ৫২১টি।৭ নং ওয়ার্ড মুহম্মদ আব্দুর রাজ্জাক (আপেল) প্রাপ্ত ভোট সংখ্যা ৭৮৬টি। ৮নং ওয়ার্ড, মোঃ বাকের আলী বাবুল (ফুটবল) প্রাপ্ত ভোট সংখ্যা ৫২১টি। ৯নং ওয়ার্ড, মোঃ জলিলুর রহমান (ফুটবল) প্রাপ্ত ভোট সংখ্যা ৪৬২টি। সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা হলেন, মোসা: লাকী বেগম (১,২,৩) নং ওয়ার্ড (কলম) প্রাপ্ত ভোট সংখ্যা ১৮১১টি।
মোসা: রুমা বেগম (৪,৫,৬) নং ওয়ার্ড (ব‌ই) প্রাপ্ত ভোট সংখ্যা ২১১৬টি। এবং মোসা: পিয়ারা বেগম (৭,৮,৯) নং ওয়ার্ড (ব‌ই) প্রাপ্ত ভোট সংখ্যা ১৩৫৩টি।