মোঃ কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউট্যাব এর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। সভাপতিত্ব করেন ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ এবং সঞ্চালনা করেন এগ্রোফরেস্ট্রি বিভাগের প্রফেসর ড. মো. মাসুদুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ইউট্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ইখতিয়ার উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “বিএনপি এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় যে ভূমিকা রেখেছে তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কোনো কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রমকে বিঘ্নিত করতে না পারে।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। তাই অতীতের ভুল-ভ্রান্তি ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয়তাবাদী দলের শক্তি হলো জনগণের আস্থা ও ভালোবাসা। এ আস্থা ধরে রাখতে হলে সততা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ অপরিহার্য। আমরা যদি নিজেদের মধ্যে বিভক্ত হই তবে সবচেয়ে বড় ক্ষতি হবে জাতীয়তাবাদী পরিবারের। গত ফ্যাসিস্ট সরকারের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে দমন-পীড়নের মাধ্যমে শেষ করার যে চেষ্টা চালানো হয়েছিল, তা আমাদের জন্য বড় শিক্ষা। এখন প্রয়োজন নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করা। জাতীয়তাবাদী চেতনার ধারক-বাহক হিসেবে আমাদের দায়িত্ব হলো দলের ঐতিহ্য ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।” তিনি ইউট্যাব পবিপ্রবি ইউনিটকে এ মহতী আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে জাতীয়তাবাদী আদর্শে দৃঢ় থেকে ঐক্যের পথে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এফবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামাল, রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ডিন প্রফেসর ড. মো. আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মো. খোকন হোসেন, ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম প্রমুখ।