BMBF News

পুতিন: ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অভিনন্দন জানিয়ে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাশিয়ার সোচি শহরের একটি অনুষ্ঠানে পুতিন বলেন, নির্বাচনী প্রচারে হত্যাচেষ্টার পরও ট্রাম্পের সাহসিকতা প্রশংসনীয়।

পুতিন জানান, আমেরিকার জনগণের নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে রাশিয়ার কোনো আপত্তি নেই। তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার সম্পর্ক পুনরুদ্ধারে ট্রাম্পের মন্তব্যের প্রতি মনোযোগ দেয়া উচিত। ইউক্রেনের নিরপেক্ষতা অবলম্বন না করলে তার সঙ্গে ভালো প্রতিবেশী সম্পর্ক গড়া কঠিন হবে বলে উল্লেখ করেন পুতিন। তিনি দাবি করেন, প্রথম মেয়াদে বিশ্বনেতারা ট্রাম্পকে ইতিবাচকভাবে গ্রহণ না করায় তিনি দূরদর্শিতা দেখাতে ব্যর্থ হন।