BMBF News

প্রকৌশলী জহিরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

২৭
কামাল হোসেনঃ

 

পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর আহবায়ক কমিটির সদস্য, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র  মরহুম প্রকৌশলী জহিরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উদ্দ্যেগে দোয়া’র আয়োজন করা হয়।
শুক্রবার (২২ডিসেম্বর) দুপুর ২টায় পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দখালী গ্রামে মরহুম প্রকৌশলী জহিরুলের গ্রামের বাড়িতে হাজী বাড়ি বায়তুন নুর জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর আহবায়ক, প্রকৌশলী মোঃ কামাল হোসেন।
দোয়া মাহফিল শেষে মরহুম প্রকৌশলী জহিরুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম আবদুল্লাহ্ আল মামুন।
পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেন সকাল সাড়ে ৮টায় বাউফল উপজেলার অলিপুর বাশবাড়িয়া গ্রামের প্রকৌশলী রেজাউল করিম এর মরহুম পিতার কবর জিয়ারত করে। সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর ২য় ব্যাচের শিক্ষার্থী,দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তান মরহুম প্রকৌশলী ইমাম হাসান সুমন ও মরহুম প্রকৌশলী মাসুম বিল্লাহ্ হাওলাদারের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন পবিপ্রবি’র প্রধান প্রকৌশলী, দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আমির হোসেন, ডেসকোর সহকারী প্রকৌশলী, সংগঠনের সহ সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন সিকদার, পবিপ্রবি’র নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাসুদ কিবরিয়া, ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, সংগঠনের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মানিক হাওলাদার, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মেহেদী হাসান প্রমূখ।